ছেলে জানিয়েছিল এখন বাড়িতে আসতে পারবে না। সবাই সন্দেহ করবে। কিন্তু সে যে আচমকাই গ্রেফতার হয়ে যাবে তা ভাবতে পারেননি বাবা- মা। নদিয়ার হরিণঘাটা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর এলাকার বাসিন্দা যাদবপুরকাণ্ডে ধৃত সত্যব্রত রায় (Satyabrata Roy) ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University Student Death) পড়াশোনা করেন সত্যব্রত। থাকেন ওই মেন হস্টেলেই। আচমকাই ছেলের গ্রেফতারের খবর পেয়ে দিশেহারা ধৃত কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র সত্যব্রতের বাবা। টেলিভিশনে খবর দেখে জ্ঞান হারান তাঁর মা রুমা রায়।
ছেলের পড়াশোনার খরচ চালাতে সেলাইয়ের কাজ করেন সত্যব্রতের মা রুমা। বাবা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সামনে ঠেলাগাড়িতে পেয়ারা বিক্রি করেন। কোনও মতে ছেলেকে বেসরকারি কনভেন্ট স্কুলে পড়িয়েছেন।
আরও পড়ুন - সকাল থেকেই তালাবন্ধ হিমাংশুর বাড়ি, অসুস্থ হয়ে পড়েছেন মা, জুয়েল ছেলে, বলছেন আত্মীয়রা
যাদবপুরে পড়তে গিয়ে ছেলে হস্টেলে জায়গা পেতে স্বস্তি পেয়েছিল পরিবার। সেখানে খরচ কম। কিন্তু সেই হস্টেল কাল হবে বুঝতে পারেননি। এখন কোর্টের খরচ সামলাবেন কী করে তা ভেবেই মাথায় হাত পড়েছে রায় দম্পতির।