যাদবপুরের মেন হস্টেল থেকে যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় ক্রমেই ঘনাচ্ছে রহস্য। উঠছে র্যাগিংয়ের অভিযোগ। পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ কোনওভাবেই মানতে রাজি নয় এটি নিছকই আত্মহত্যা। ইতিমধ্যেই উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর। এদিকে ছাত্রকে হারিয়ে শোকে কাতর স্বপ্নদীপের স্কুলের প্রধানশিক্ষক উৎপল বিশ্বাস। তাঁর কথায় , 'খুব নম্র স্বভাবের ছিল। খুব মেধাবী ছিল স্বপ্নদীপ’ । এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন তিনি।
JU Student Mysterious Death: যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর নেপথ্যে কি প্রাক্তনীদের ব়্যাগিং, উঠছে প্রশ্ন
এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, পোস্টমর্টেম রিপোর্ট সামনে আনা সহ বেশ কিছু দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আফসুর পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় জুড়ে ক্লাস বয়কট করেছেন একাংশের পড়ুয়ারা। ক্যাম্পাস থেকে হস্টেলে ফিরে এমন কী ঘটল যে স্বপ্নদীপ মাকে ফোন করে ভয় পাওয়ার কথা বলেছিলেন , সেই প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।