মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে নবান্নে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্রের (JU Students Death) বাবা এবং মা। ওই পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সময় চাওয়া হয়েছিল। নবান্ন (Nabanna) সূত্রের খবর, সোমবারই তাঁদের সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলার বারান্দা থেকে পড়ে যান নদীয়ার বাসিন্দা ওই প্রথম বর্ষের পড়ুয়া। তিনি যাদবপুরের বাংলা বিভাগে স্নাতকস্তরে ভর্তি হয়েছিলেন। অভিযোগ উঠেছে, হস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েই তাঁর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় তাঁর শরীরে কোনও পেশাক ছিল না বলেও অভিযোগ উঠেছে। তিনি নিজে ঝাঁপ দেন, নাকি ঠেলে ফেলে দেওয়া হয়েছিল তা এখনও স্পষ্ট নয়।
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে হুমকি চিঠি, গ্রেফতার অভিযুক্ত অধ্যাপক
এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে একজন জামিন পেয়েছেন।
এই ঘটনার পরই বিচার চেয়ে সরব হয়েছেন সন্তানহারা বাবা-মা। তাঁদের বাড়িতে গিয়েছিলেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করবেন তাঁরা।