মঙ্গলবার থেকে কর্মবিরতি তুলে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। আরজি কর মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ নিয়ে হতাশ জুনিয়র চিকিৎসকরা।
রাজ্য সরকারকে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুনিয়র চিকিৎসকদের দাবি, এখনও কোনও নিরাপত্তা নেই ক্যাম্পাসে। তাই এই সিদ্ধান্ত নিয়ে তাঁরা খুশি নন।
শুধু জুনিয়র চিকিৎসক সঞ্জয় সরকার বলেন, "আমারা যে নিরাপত্তা চেয়েছিলাম, তা আরজি করে দেওয়া হল। কিন্তু অন্য মেডিকেল কলেজে দেওয়া হল না। আমরা প্রচন্ড অখুশি। হাসপাতাল কোথাও বন্ধ নেই। ওয়ার্ডে কোনও পেশেন্ট দেখা হয়নি। রাজ্যে ২৪টি মেডিকেল কলেজ। সবাই কাজ করছেন। আগের মাসেও পেশেন্ট মারা গিয়েছেন। "
জুনিয়র চিকিৎসক রানু চক্রবর্তী রানু চক্রবর্তী জানিয়েছেন, "আমাদের প্রথম থেকেই ডিম্যান্ড ছিল জাস্টিসের। আগামী দিনে জানি না, কত সময় অপেক্ষা করতে হবে। আমাদের বিভিন্ন কলেজের মিটিংটাও হবে। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশ। কাজে যোগ যোগ দেওয়ার পর যা সিদ্ধান্ত হবে, তা জানানো হবে।"