লালবাজার পৌঁছনোর আগেই ফিয়ার্স লেনে আটকে দেওয়া হল জুনিয়র ডাক্তারদের মিছিল। আন্দোলকারীরা সেখানে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করেন আন্দোলনকারীরা।
RG কর কাণ্ডের প্রতিবাদে সোমবার বিকালে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের তরফে। কলেজ স্কোয়ার থেকে ওই মিছিল শুরু হয়। যদিও লালবাজার পৌঁছনোর অনেক আগেই তাঁদের আটকে দেওয়া হয়।
এই কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা লালবাজার জুড়ে। ফিয়ার্স লেনে ৯ ফুট উচ্চতায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। লোহার রেলিং দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল, RAF সহ একাধিক বাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে।
এদিকে আন্দোলনকারীরা তাঁদের নিজেদের দাবিতেও অনড়। আন্দোলনকারীদের নেতা অনিকেত মাহাত জানিয়েছেন, তাঁদের অবিলম্বে লালবাজারে যেতে দিতে হবে। সেখানে তাঁরা কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলবেন। সেই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ রাস্তার উপরেই বসে থাকবেন তাঁরা। তাঁদের আরও দাবি, বিনীত গোয়েলকে পুলিশ কমিশনার পদ থেকে ইস্তফা দিতে হবে।
মিছিলে আন্দোলনকারীদের সঙ্গে ছিল ফুল ও মালা। তাঁরা সেই সামগ্রী পুলিশকে উপহার দেন। পাশাপাশি বিনীত গোয়েলের কুশপুতুল দাহ করেন আন্দোলনকারীরা।
সূত্রের খবর পুলিশের তরফে আন্দোলনকারীদের জানানো হয়েছে, আন্দোলনকারীদের প্রতিনিধিদলকে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, যেখানে তাঁদের আটকে দেওয়া হয়েছে সেখান থেকে লালবাজার অনেক দূরে। যার কারণে আন্দোলনকারীরা নিরাপত্তা হীনতায় ভুগছেন। সেকারণে, আন্দোলনকারীদের প্রস্তাব তাঁদের মিছিল এগোতে দিতে হবে।