উৎসবে ফিরছেন না। পাল্টা এই বার্তা দিয়ে মঙ্গলবার আরজি করের ঘটনার প্রতিবাদে ফের স্বাস্থ্যভবন অভিযানে জুনিয়র ডাক্তাররা। শিরদাঁড়ার পর এদিনের মিছিলের প্রতীক মস্তিক। জুনিয়র ডাক্তারদের দাবি, এই ঘটনার পর যাতে রাজ্য সরকারের মস্তিক ঠিক হয়। সোমবারই নবান্ন থেকে রাজ্যবাসীকে উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই বার্তাকে অসংবেদনশীল বলেই পাল্টা দাবি জুনিয়র ডাক্তারদের।
পাঁচ দফা দাবি পাশাপাশি তাঁদের অভিযোগ, স্বাস্থ্যভবন ঘুঘুর বাসা। সেই সাফাই অভিযানে মঙ্গলবার তাঁরা পথে নেমেছেন। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের রাস্তা এই মিছিলকে কেন্দ্র করে কার্যত দূর্গে পরিণত করা হয়েছে। সকাল থেকে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার সেই সময় শেষ হচ্ছে বিকেল পাঁচটায়।
মিছিল শুরুর আগে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, স্বাস্থ্য ভবনে গিয়ে তাঁরা মস্তিক উপহার দেবেন। তাঁদের দাবি, এবার অনন্ত মাথা খাটিয়ে কাজ করতে পারবেন স্বাস্থ্য ভবনের কর্তারা।