কালীঘাটে পৌঁছে গেলেন জুনিয়র চিকিৎসকরা। বিকেল ৫টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বিকেল ৬টা ১৬ মিনিটে কালীঘাটে পৌঁছয় জুনিয়র চিকিৎসকদের বাস। এদিন মুখ্যসচিবের মেল পাওয়ার পর বৈঠকে অংশ নেবেন কিনা, তা নিয়ে জিবি বৈঠক করেন চিকিৎসকরা। এদিনও রাজ্যের মুখ্যসচিবের পক্ষ থেকে জানানো হয়, ভিডিয়োগ্রাফি করতে দেওয়া হবে না। তার পরিবর্তে দুই পক্ষের হয়েই কার্যবিবরণী নেওয়া হবে।
এই পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা পাল্টা মেল করে জানান, ভিডিয়োগ্রাফারের পরিবর্তে দুজন স্টেনোগ্রাফার নিয়ে যাবেন তাঁরা। কিন্তু বৈঠকে যোগ দেবেন। এরপরই সল্টলেকের স্বাস্থ্যভবন থেকে রওনা দেয় জুনিয়র চিকিৎসকদের বাস।
অনিকেত মাহাতো,কিঞ্জল নন্দরা জানিয়েছেন পাঁচ দফা দাবিতে কোনও সমঝোতা হবে না। বৈঠক শেষে তাঁরা ফের GB বৈঠক ডাকবে। কারণ কালীঘাটের বৈঠকে কী উঠে এল তা স্পষ্ট করে তাঁরা জানাবেন। এই পরিস্থিতিতে কালীঘাটের বৈঠকে যোগ দিতে রওনা দিলেন।