তাঁরা ভগবানের সঙ্গে দেখা করতে চান। কারণ, একমাত্রই তিনি তাঁদের উদ্ধার করতে পারেন। বুধবার এই ব্যানার নিয়ে সল্টলেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়েছিলেন রাজ্যে কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ, সবকিছু হয়ে যাওয়ার পর কোনও এক অজ্ঞাত কারণে তাঁদের নিয়োগ হচ্ছে না।
বিকেলের এই ঘটনায় চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন বিচারপতি। প্রসঙ্গক্রমে উঠে আসে সোমা দাসের চাকরি পাওয়ার উদাহরণ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে চাকরিপ্রার্থীদের দাবি, তিনি যদি সোমার চাকরি করে দিতে পারেন, তাহলে তাঁদের চাকরি কেন হবে না ? জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সোমা দাসের চাকরি তিনি নন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এরআগে ক্যানসার আক্রান্ত সোমার চাকরির জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূলত তাঁর নির্দেশেই রাজ্যের সরকারি স্কুলে চাকরি পেয়েছিলেন সোমা দাস। হাইকোর্টের নির্দেশ দ্রুত কার্যকর করা হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে।