স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় গত এক মাসে তাঁর নির্দেশে বারবার চাপে পড়েছে রাজ্য়। তাঁর নির্দেশেই এই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর নির্দেশেই একবার নয়, দু বার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের অন্য়তম হেভিওয়েট নেতা ও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে।
গত একমাসে এসএসসি মামলায় একাধিক নির্দেশের মধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় রাজ্য়ের কাছে অনুরোধ করেছিলেন, ক্যানসার আক্রান্ত সোমার দাশের চাকরির বিষয়টি নিয়ে। বিচারপতির নির্দেশের পরই নবান্নে তৎপরতা শুরু হয়। সেইমতো গত তিন দিন আগে বীরভূমের নলহাটিতে বাড়ির কাছেই এক সরকারি স্কুলে যোগ দিয়েছেন ক্য়ানসার আক্রান্ত শিক্ষিতা সোমা দাস।
সেই ঘটনার প্রেক্ষিতেই মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, তিনি একটি অনুরোধ করেছিল। তা কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। গত একমাসে তাঁর নির্দেশে উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন রাজ্য়ের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই স্কুলের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে পরেশ কন্য়া অঙ্কিতাকে।
কিন্তু গত শুক্রবার হাই কোর্টের সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে আর স্কুল সার্ভিস সংক্রান্ত কোনও মামলা যাবে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের কাছে। ফলে প্রশ্ন উঠছে, তা-হলে শুনবেন কে ?