রাজ্যে তদন্তকারী সিবিআইয়ের (CBI) প্রত্যেক অফিসারের সম্পত্তির হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট (Calcuuta High Court)। বৃহস্পতিবার এমনই জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে খুশি নন বিচারপতি।
বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সাফ জানিয়ে দিয়েছেন, CBI-র ভূমিকায় তিনি অসন্তুষ্ট। তাঁর এজলাসে বিচারপতি শুনানি চলাকালীন জানান, "সিবিআই কল্পনাও করতে পারবে না, তাদের সামনে কতটা খারাপ দিন আসতে চলেছে।" ইতিমধ্যেই এক সিবিআই কর্তাকে নিয়োগ মামলার সিট থেকে সরিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ওই সিবিআই কর্তা সোমনাথ বিশ্বাসের সম্পত্তির হলফনামা পেশ করতে বলেছেন তিনি। তাঁর বিরুদ্ধে কোনও আর্থিক দুর্নীতি আছে কিনা, তা স্পষ্ট করেননি তিনি।
আরও পড়ুন: 'জগদীপ ধনখড়ের শূন্যতা পূরণ করছেন', বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনজির আক্রমণ কুণাল ঘোষের
এদিন এজলাসে তদন্তের ঢিমেতাল নিয়ে সিবিআইয়ের আইনজীবীকে ভর্ৎসনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু সোমনাথ বিশ্বাস নয়, সিবিআইয়ের তদন্তকারী সব অফিসারদেরই হলফনামা চান বিচারপতি।