তাঁকে মানসিক নিপীড়ন করা হচ্ছে। এক মামলায় তলব করে অন্য বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। রাজ্যের গোয়েন্দা দফতরের বিরুদ্ধে এই অভিযোগ আইনজীবী প্রতাপচন্দ্র দের। যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী। গত কয়েকদিন আগেই প্রতাপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডি।
বার কাউন্সিলকে দেওয়া চিঠিতে প্রতাপচন্দ্র দে অভিযোগ করেছেন, এক মামলায় তলব করে রাজ্যের গোয়েন্দারা তাঁকে অন্য মামলা সম্পর্কে প্রশ্ন করছেন। বিশেষ করে তাঁর স্ত্রী বিচারপতি অমৃতা সিনহা সম্পর্কে তথ্য জানতে চেষ্টা করছেন। মানসিক ভাবে চাপও দেওয়া হচ্ছে বলে অভিযোগ আইনজীবীর। এমনকী, তাঁকে আর্থিক প্রলোভনের টোপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ প্রতাপের।
অভিযোগ উড়িয়ে সিআইডি সূত্রে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই মামলার তারা তদন্ত করছে। তাদের দাবি, এই ব্যাপারে বাইরে থেকে কেউ প্রভাব খাটাতে চাইলে তা বরদাস্ত করা হবে না।