বিচারব্যবস্থায় আসার আগে আরএসএস-এ সদস্য ছিলেন । অবসরের পর আবারও সংগঠনে ফিরে যেতে চান । বিদায়বেলায় এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ । সোমবার বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন । কর্মদিবসের শেষ দিনেই আরএসএস-এর সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নিলেন তিনি । তবে, চিত্তরঞ্জন দাশ এও জানিয়েছেন, কর্মজীবনে প্রবেশের পর প্রায় ৩৭ বছর তিনি সংগঠন থেকে দূরে রয়েছেন । কারণ, তা নীতি বিরুদ্ধ ছিল । তবে, অবসর জীবনটা সংগঠনের সদস্য হিসেবে কাটিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ।
বিচারপতি দাশ বলেন, 'আমি নিজের ব্যক্তিসত্তার কথা বলব । আমি এক সংগঠনে কাছে অত্যন্ত কৃতজ্ঞ । শৈশব থেকে যৌবন জুড়ে রয়েছে সেই সংগঠন । সাহসী, ন্যায়পরায়ণ, অন্যদের সমান চোখে দেখা, সর্বোপরি দেশপ্রেম এবং যেখানেই কাজ করি না কেন, সেখানে নিজের সবটা উজাড় করে দেওয়ার বিষয়টা সেখান থেকেই শিখেছিলাম। আমার অবশ্যই এখানে স্বীকার করে নেওয়া উচিত যে আমি আরএসএস সদস্য ছিলাম ।'
চিত্তরঞ্জন দাশ বলেন, 'কাজের প্রয়োজনে ৩৭ বছর আগে আরএসএসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন । নিজের কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য কখনও সেই প্রতিষ্ঠানকে ব্যবহার করেননি। আর কাউকে আলাদা চোখে দেখেননি । তাই, কোনও সাহায্যের জন্য দল যদি তাঁকে ডাকে, তাহলে তিনি আবার আরএসএস-এ ফিরে যাবেন ।'