টেটের প্রশ্নপত্রে কি আদৌ ভুল ছিল ? বিষয়টি খতিয়ে দেখতে এবার বিশেষজ্ঞ কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট । আর এই কমিটি গঠন করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । উল্লেখ্য, ২০১৭ সালে টেটের ২১টি প্রশ্ন ভুল ছিল । এমনই অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছিলেন পরীক্ষার্থীরা । সেই আবেদনের ভিত্তিতেই বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ।
বিচারপতি মান্থার নির্দেশ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে । টেটের প্রশ্ন ভুলের অভিযোগ খতিয়ে দেখবে ওই কমিটি । আগামী একমাসের মধ্যে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট জমা দিতে হবে । সেই রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট । জুন মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ।
২০১৭ সালে টেটের প্রশ্নপত্রে ভুল রয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী । তাঁদের অভিযোগ ছিল, ২১টি প্রশ্নপত্রে ভুল ছিল । প্রশ্নে যদি ভুল থাকে, তবে সবাইকে নম্বর দেওয়ার দাবিও তোলেন তাঁরা ।
সম্প্রতি, এসএসসি নিয়োগ মামলায় হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর । এদিকে, নিয়োগ মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা চ্যালেঞ্জ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন । বুধবারই আদালতে যেতে পারে SSC । অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়ে দিয়েছেন, এই রায় তিনি মানেন না । চাকরিহারাদের পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি । এদিকে, হাইকোর্টের রায় ঘোষণার পর থেকে তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন বিরোধীরা ।