শুভেন্দু অধিকারীর দুই মামলা থেকে সরলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই মামলা দ্রুত শুনানি হচ্ছে না, বলে সুপ্রিম কোর্টে নালিশ করে রাজ্য। শীর্ষ আদালত মামলায় কোনও হস্তক্ষেপ করেনি। কিন্তু হাই কোর্টকে দ্রুত শুনানির পরামর্শ দেয়।
বিচারপতি মান্থার রাজ্যের সুপ্রিম কোর্টে আবেদন নিয়ে পর্যবেক্ষণ, কোনও পক্ষই দ্রুত শুনানিতে আগ্রহী নয়। তাঁর মন্তব্য, "দীর্ঘ শুনানি করার মতো সময় এই এজলাসে নেই। আদালতে আরও ৫৩ জন বিচারপতি আছেন। অন্য কোনও এজলাসে মামলা পাঠানো হোক।" আগে এই মামলা থেকে সরে দাঁড়ান হাই কোর্টের বিচারপতি পার্থসারথি সেন। এই মামলার মধ্যে রয়েছে কাঁথির দুর্নীতি সংক্রান্ত মামলাও।
গত ডিসেম্বরে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে ২৬টি এফআইআর-এ স্থগিতাদেশ দেয়। শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলে আদালতে অনুমতি নিতে হবে, এমনই নির্দেশ দেয় হাই কোর্ট।