জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। সোমবার রাত ৯টা ৫৮ নাগাদ বাইপাসের ধারের একটি হাসপাতাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক হেঁটে বাইরে বেরিয়ে এলেন।
এরপরেই তাঁকে নিয়ে যাওয়া হল ইডির দফতর সিজিও কমপ্লেক্সে (CGO Complex)। আদালতের নির্দেশে এবার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ১০ দিনের ইডি হেফাজতের মেয়াদ শুরু হল।
আরও পড়ুন - সুস্থ রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, ছুটি দেওয়ার সিদ্ধান্ত হাসপাতালের
উল্লেখ্য, সোমবার দিনভর জ্যোতিপ্রিয় মল্লিকের নানা ধরনের পরীক্ষা করা হয়। শল্যচিকিৎসক থেকে শুরু করে মনোবিদ-সহ বেশ কয়েকজন চিকিৎসকদের একটি দল তাঁর পরীক্ষা করেন। এরপরেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।