সোমবার পর্যন্ত অপেক্ষা নয়। কালীপুজোর দুপুরেই রেশন বন্টন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল আদালতে পেশ করল ইডি। এদিন সকালেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এদিন সকালে কম্যান্ড হাসপাতালে যাওয়ার সময় রাজ্যের মন্ত্রী দাবি করেছিলেন, তিনি ভীষণ অসুস্থ। প্রায় মৃত্যু শয্যায়। যদিও দুপুরে আদালতে যাওয়ার সময় মন্ত্রী দেখা গিয়েছে ইডির দফতর থেকে একাই বেরোতে।
শনিবারই আদালতে ইডি দাবি করেছিল, বিনা সুদে মন্ত্রী কন্যাকে ৯ কোটি টাকা ঋণ দিয়েছিল এই দুর্নীতিতে গ্রেফতার বাকিবুর রহমান। এদিন সেই ব্যাপারে মুখ খুলেছেন জ্যোতিপ্রিয়। পুরো অভিযোগকে গল্প বলেই দাবি করেছেন জ্যোতিপ্রিয়।
তবে কী বাকিবুর ইডির কাছে মিথ্যা তথ্য দিয়েছেন, নাকি সত্য আড়াল করার চেষ্টা করছেন জ্যোতিপ্রিয়, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। জট খুলতে দুজনকে জেরা করে জট খোলা সম্ভব হবে বলেই দাবি তদন্তকারীদের।