রাজ্য মন্ত্রিসভা থেকে অপসারিত জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে দুটি পদ থেকেই সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী থাকবেন বীরবাহা হাঁসদা। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক সামলাবেন শিল্পোদ্যোগ দফতর। শুক্রবার রাজভবন থেকে এই খবরের সতত্যায় সিলমোহর দেওয়া হয়েছে। রেশন দুর্নীতির অভিযোগ গত সাড়ে তিনমাস জেল বন্দি জ্যোতিপ্রিয় মল্লিক।
গত বছর রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি ইডি হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই আলাদতকে জানিয়েছে, রেশনে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রশ্ন উঠেছিল, এই ঘটনায় গ্রেফতার হওয়ার পরেও কেন মন্ত্রিসভায় বহাল রাখা হয়েছে জ্যোতিপ্রিয়কে ?
সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই ইঙ্গিতের কয়েকদিনের মধ্যেই জ্যোতিপ্রিয়কে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হল।