১৪৪টি ওয়ার্ড এবং মোট ২০০ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে কলকাতা শহর। এই মুহূর্তে সরকারি নথি অনুযায়ী শহরের জনসংখ্যা প্রায় ৪৫ লক্ষ। পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবার বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুরসভা। এই উদ্যোগের পোশাকি নাম- কলকাতা'জ ক্লাইমেট অ্যাকশন প্ল্যান বা K-CAP। ইতিমধ্যেই, মুম্বই সহ ভারতের কিছু শহরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার এই উদ্যোগ নিল কলকাতাও। প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিকল্পনার কথা প্রকাশ্যে এল। এর সঙ্গেই নেওয়া হয়েছে কলকাতার জলবায়ু কর্ম পরিকল্পনাও।
কলকাতা পুরভসার মেয়র ববি হাকিম বলেন, ‘‘শহরকে দূষণমুক্ত রাখার দায়িত্ব আমাদেরই। এর আগে অন্যান্য শহরেও এমন পদক্ষেপ করা হয়েছে। কলকাতায় এই প্রথম। আশা করছি শহরবাসীকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে পারব।’’
এই কাজে কলকাতা পুরসভা পাশে পেয়েছে ‘বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’, ‘ইএনজিআইও’ ‘সিএনএসএ’-এর মতো সংস্থাগুলিকে। সহযোগী হিসাবে রয়েছে কলকাতা প্রেস ক্লাবও। আগামী ৬ মাসের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করার কাজ শুরু হবে। জানা গিয়েছে, কয়েকটি বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে একযোগে কাজ করবে পুরসভা। এতে প্রধান জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা হবে।