বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পাশাপাশি নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশও করেছেন তিনি।
কী ঘটেছিল?
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। সেকানেই তিনি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন, ছাত্রীদের কোলে বসিয়ে পাস করিয়ে দেওয়ার একটা রীতি চালু হয়েছিল। যদিও তিনি পুরো বিষয়টির তীব্র নিন্দা করেন। এমনকি যাঁরা ওই ঘটনার প্রতিবাদ করেছিলেন তাঁদেরকে কম নম্বর দেওয়া হয়েছিল।
কাকলি ঘোষ দস্তিদারের এই মন্তব্যের পর তুমুল বিতর্ক শুরু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP-বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি ওই অনুষ্ঠান মঞ্চেই প্রতিবাদ করেন। ওই মন্তব্যের জন্য তৃণমূল সাংসদকে মেল পাঠায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এরপর নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, ওই মন্তব্যের কারণে কেউ আঘাত পেলে তিনি দুঃখিত। পাশাপাশি নিজের করা মন্তব্য প্রত্যাহার করেও নেন নিন। জানিয়ে দেন, নারী সুরক্ষা এবং নারী অধিকার রক্ষার পক্ষেই তিনি কথা বলেন।
RG কর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। তার জেরে বেশ কিছুটা চাপে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল। একাধিক চিকিৎসক সংগঠন ওই মন্তব্যের প্রতিবাদ করার পাশাপাশি ক্ষমা চাওয়ারও দাবি করে।
শনিবার এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে ইন্ডিয়ান সাইক্রিয়াট্রিক সোসাইটি। সেখানে জানানো হয়েছে, ওই মন্তব্য অত্যন্ত অসম্মানজনক। অবিলম্বে ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশন থেকে তাঁকে বহিষ্কারেরও দাবি তোলা হয়। রাজ্যের চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও লম্বা মেল পাঠিয়ে সাংসদকে ক্ষমা চাওয়ার দাবি করে। রবিবার এরপরই ক্ষমা চান কাকলি ঘোষ দস্তিদার।