কালী পুজোয় (Kali Puja 2023) রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বাজির দাপট। আর তার জেরেই মহানগরীর বাতাসে মিশেছে বাজির ধোঁয়ার 'বিষ'। ফলে, বিশ্বের সব থেকে দূষিত শহরের তালিকার চার নম্বরে উঠে এল কলকাতার (Kolkata) নাম।
কালী পুজোর রাতে শব্দ বাজির ধোঁয়ায় আরও দূষিত হয়ে উঠেছে কলকাতার বাতাস। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) সোমবার সকালে যে পরিসংখ্যান প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে বিশ্বের দূষিত শহরগুলির মধ্যে এক নম্বরে রয়েছে দিল্লি। আর চার নম্বরে রয়েছে কলকাতা।
আরও পড়ুন - 'যম দুয়ারে পড়ল কাঁটা'...১৪, না ১৫, এবার ভাইফোঁটা কবে?
বিশেষজ্ঞদের মতে, এয়ার কোয়ালিটি ইনডেক্স থাকা উচিত ০ থেকে ৫০-এর মধ্যে। কিন্তু বাজির ধোঁয়ার কারণে সোমবার সকালে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছেছে ৪২০। আর কলকাতার দূষণের মাত্রা ১৯৬।