শর্তসাপেক্ষে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বুধবার ওই নির্দেশ দিয়েছে।
জামিন দেওয়া প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে,তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। পাশাপাশি কলকাতা পুরসভা অন্তর্গত এলাকায় থাকতে হবে তাঁকে। বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না। এমনকি পাসপোর্ট থাকলেও তা জমা দিতে হবে নিম্ন আদালতে।
নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁর বিরুদ্ধে FIR করা হয়। ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করে CBI। এরপর একবছরের বেশি সময় পর জামিন পেলেন তিনি।