বছরের শুরুতে রাজ্য সরকারের ছুটি তালিকা দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। কারণ, এই প্রথম ওই তালিকায় রাখা ছিল করম পুজোকে। নবান্নের তরফে জানানো হয়েছিল, ২৫ সেপ্টেম্বর এই দিনটিতে ছুটি ঘোষণা করা হবে কীনা, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু মঙ্গলবার নবান্ন থেকে জানিয়ে দেওয়া হল, আগামী ২৫ সেপ্টেম্বর করম পুজোয় সরকারি ছুটি।
ফলে তার আগের সপ্তাহে শুক্রবার পর্যন্ত অফিস করতে পারলেই বেশ একটা লম্বা ছুটি। শনি ও রবি এমনিই ছুটি। তার সঙ্গে সোমবার করম পুজো এবং সব-এ-বরাত উপলক্ষ্যে সোমবারও বন্ধ থাকবে রাজ্যে সব সরকারি প্রতিষ্ঠান। যার মধ্যে থাকছে স্কুল ও কলেজ। অর্থাৎ পুজোর আগে চট করে ইতি-উতি বেড়িয়ে আসার সুযোগও তৈরি হয়ে গেল।
বাংলার মানভূম অঞ্চল অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে করম পুজো পালিত হয়। উত্তরবঙ্গে বেশ কিছু জায়গাতেও এই পুজো হয়ে থাকে। করম গাছের ডাল মাটিতে পুঁতে শুরু হয় উৎসব।