নবাব ঘরণী করিনা কাপুর (Kareena Kapoor)। দুই সন্তানের মা-ও তিনি। পেশা এবং সংসার শক্তহাতে সামলাতে জানেন বলিউডের বেবো। জেহ এবং তৈমুরকে সমানভাবে সময় দিয়ে আসছেন ছোট থেকেই। কিন্তু বলিউডের বেবো সকলকে চমকে দিয়েছিলে, এক জাতীয় রাজনীতিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেন।
কারিনা কাপুরের একটি পুরানো ভিডিও এখন ভাইরাল হচ্ছে যেখানে তিনি একজন ভারতীয় রাজনীতিবিদকে ডেট করার ইচ্ছা প্রকাশ করেছেন। সিমি গ্রেওয়ালকে দেওয়া একটি পুরোনো সাক্ষাৎকারে করিনাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি বিশ্বের কাউকে ডেট করার সুযোগ পান তবে তিনি কাকে বেছে নেবেন? এই প্রশ্নের জবাবে রাজনীতিবিদ রাহুল গান্ধীর নাম নিয়েছিলেন কারিনা কাপুর।
করিনা জানিয়েছিলেন, 'আমি কি বলব, এটা একটু বিতর্কিত। আমি রাহুল গান্ধীকে জানতে চাই। আমি তার ছবিগুলো দেখতে থাকি এবং মনে করি তাঁকে জানাটা খুব আকর্ষণীয় হবে। আমি একটি ফিল্ম পরিবার থেকে এসেছি এবং তিনি একটি রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, তাই হয়তো আমাদের কথা বলার মতো কিছু আকর্ষণীয় হতে পারে।"