কাশীপুরে বিজেপি যুবনেতার রহস্যমৃত্যু ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মৃতের আত্মীয় ও বন্ধুদের। চিৎপুর থানার পুলিশকে মৃতদেহ তুলতে বাধা। কাশীপুর রেল কলোনির পরিত্যক্ত ঘর থেকে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, কলকাতা বিমানবন্দরে নেমে অমিত সোজা কাশীপুরে অর্জুনের বাড়িতে যাবেন।
মৃত অর্জুন চৌরাসিয়া কাশীপুর-বেলগাছিয়া বিজেপি যুব মোর্চর মণ্ডল সহ সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র্যালির আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেই বাইক র্যালি নিয়ে কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে অভ্যর্থনা জানাতে যাওয়ার কথা ছিল অর্জুনের। কিন্তু শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
মৃতের পরিবারের অভিযোগ, রাতে থানায় গিয়ে অর্জুনের নিখোঁজ হওয়ার কথা জানালেও গা করেনি পুলিশ। শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে চিৎপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, বিধানসভা ভোটের সময় থেকেই তৃণমূল হুমকি দিচ্ছিল অর্জুনকে। তৃণমূলের দুষ্কৃতীরাই অর্জুনকে খুন করে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার এই মৃত্যুর ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। একই দাবি করেছে পরিবারও।