এসএসসির রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। এবার এই নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি কৌস্তভ বাগচীর। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানককে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন বিজেপি নেতা কৌস্তভ। তাঁর অভিযোগ, রাজনৈতিক সভা থেকে দেশের বিচারবিভাগের উপর আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
২০১৬ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এই ঘটনার পরই রায়গঞ্জে এক রাজনৈতিক সভা থেকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। মমতার এই মন্তব্য আদালতের প্রতি অপমানজনক বলে অভিযোগ তুলে প্রধান বিচারপতির কাছে কৌস্তভের আবেদন, স্বতঃপ্রণোদিত ভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিক আদালত। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এমন মন্তব্য করা হয়েছে।