অপেক্ষার অবসান। এবার নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটেও চালু হতে চলেছে মেট্রো পরিষেবা। আজ এই মেট্রোর লাইনে শুরু ট্রায়াল রান। নন এসি রেকেই চালানো হবে ট্রায়াল। এরপর রেলের সেফটি কমিশনের ছাড়পত্র পেলে নভেম্বর মাসেই যাত্রীদের জন্য এই মেট্রো রুট চালু করে দেওয়া হবে। তবে, এখন শুধু মাত্র কবি সুভাষ থেকে রুবি মোড় এই ৬ কিলোমিটার রুটে চালানো হবে মেট্রো।
জমিজট-সহ বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রোর কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৬ কিলোমিটারে পথে পাঁচটি স্টেশনের কাজ শেষ হতেই যাত্রীদের জন্য তা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল। তবে, আপাতত এই রুটে 'ওয়ান ট্রেন ওনলি' পদ্ধতিতে মেট্রো চালানো হবে। অর্থাৎ, মেট্রোর একটি রেক চালানো হবে। সেটি প্রান্তিক স্টেশনে পৌঁছলেই অন্য রেক যাত্রা শুরু করবে।
সপ্তাহ খানেক আগেই বহু প্রতীক্ষিত জোকা-বিবাদিবাগ রুটে মেট্রো ট্রায়াল রান করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬ কিলোমিটার রুটে চালানো হয়েছে মেট্রো। পরে এই রুট যুক্ত করা হবে বিবাদী বাগ পর্যন্ত। মনে করা হচ্ছে চলতি বছরে এই রুটটিও খুলে দেওয়া হবে যাত্রীদের জন্য।