লা লিগা অ্যাকাডেমির জন্য যাদবপুর-সন্তোষপুরের কিশোরভারতী স্টেডিয়ামকেই চূড়ান্ত করল রাজ্য সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাদ্রিদ থেকেই এই নিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে লা লিগা অ্যাকাডেমির জন্য স্থান নির্দিষ্ট করে ফেলেছে রাজ্য সরকার।
লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে রাজ্য সরকারের। সেই অনুষ্ঠানে ছিলেন লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তাভেজও। তিনি জানান, কলকাতায় লা লিগার অ্যাকাডেমি হবে। প্রতিনিধি দলও কলকাতায় আসবে। তার আগেই জায়গা চূড়ান্ত করে ফেলল রাজ্য।
আরও পড়ুন: ঠাকুর দেখুন AC ট্রামে চড়ে, রাজ্য সরকারের নয়া উদ্যোগ
এই কিশোরভারতী স্টেডিয়াম মেলা ও রাজনৈতিক কর্মসূচির জন্য খেলা বন্ধ হয়ে যায়। সংস্কারের পর এই মাঠে এখন প্রথম শ্রেণির ম্যাচ হয়। সদ্য ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের ম্যাচও হয়েছে। এবার সেই মাঠেই লা-লিগার অ্যাকাডেমি হবে।