কলকাতায় গঙ্গা আরতির ঘাট বদলে যাচ্ছে । ২০২৩-এর মার্চ থেকে বাজে কদমতলা ঘাটে শুরু হয়েছিল গঙ্গা আরতি । কিন্তু, কলকাতা পুরসভা সূত্রে খবর, বাজে কদমতলা ঘাটে আর আরতি হবে না । বদলে তা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে ।
কোথায় হবে গঙ্গা আরতি ?
কলকাতা পুরসভা সূত্রে খবর, বাজে কদমতলা ঘাটের পরিবর্তে মিলেনিয়াম পার্ক চত্বরে অনুষ্ঠান নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে । আরতির দায়িত্ব থাকবে ‘দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্ট'-এর হাতেই । তবে, জায়গা পরিবর্তন করা হলে, আরও একবার নতুন করে পরিকাঠামো ঢেলে সাজাতে হবে মিলেনিয়াম পার্কে ।
জায়গা বদলের কারণ
কলকাতার বাজে কদমতলাঘাটের গঙ্গা আরতি অনুষ্ঠান যথেষ্ট জনপ্রিয় । প্রতিদিনই দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে । এত ভিড় হচ্ছে যে বসার জায়গা পাওয়া যাচ্ছে না । দাঁড়িয়ে গঙ্গা আরতি দেখতে হচ্ছে । তাই দর্শনার্থীদের কথা মাথায় রেখেই স্থান বদলের চিন্তাভাবনা করা হচ্ছে ।