আপনার কি অভিজাত এলাকায় বাড়ি ? তাহলে গুনতে হতে পারে অতিরিক্ত টাকা । সম্প্রতি, কলকাতা পুরসভা (KMC) অভিজাত এলাকায় সম্পত্তি কর বাড়িয়েছে । আগে প্রতি বর্গফুট ছিল ৭৪ টাকা । এখন তা বেড়ে হয়েছে ৮২ টাকা । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, উচ্চবিত্তদের জন্যই নতুন নিয়মে ইউনিট এরিয়া অ্যাসেসম্যান্ট অনুযায়ী কর (Housing Tax) দিতে হবে । মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের এই নিয়ে চিন্তার কোনও কারণ নেই । প্রায় কলকাতার প্রায় ৯ লক্ষ বাড়ির মালিককে নতুন নিয়ম অনুযায়ী কর দিতে হবে ।
অভিজাত হিসাবে কোন কোন এলাকাকে চিহ্নিত করা হয়েছে ? এলাকা অনুযায়ী কলকাতাকে এ থেকে জি সাত ভাগে ভাগ করা হয়েছে । এ ক্যাটাগরির মধ্যে রয়েছে পার্কস্ট্রিট, আলিপুর, ধর্মতলা । জি ক্যাটাগরির মধ্যে রয়েছে কলকাতার বসতি এলাকা । এছাড়া, বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে যাদবপুর, গড়িয়াহাট, বালিগঞ্জ, চেতলা, কালীঘাট, যোধপুর পার্ক । ক্যাটাগরি অনুযায়ী, বেস ইউনিট এরিয়া ভ্যালুও আলাদা । এই ক্যাটাগরির বাসিন্দাদের কর দিতে একটু বেশি টাকা গুণতে হবে ।
আরও পড়ুন, Tracking Device : রাজ্যে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে বাধ্যতামূলক ট্র্যাকিং ডিভাইস, উদ্বোধন সোমবার
পুরসভা সূত্রে খবর,বেস ইউনিট এরিয়া ভ্যালু আগের থেকে ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে । আগে এ ক্যাটাগরির বাসিন্দাদের বেস ইউনিট এরিয়া ভ্যালু ছিল ৭৪ টাকা । নতুন করে তা হয়েছে ৮২ টাকা । বি ক্যাটাগরির বাসিন্দাদের বেস ইউনিট এরিয়া ভ্যালু ৫৬ টাকার বদলে দিতে হবে ৬২ টাকা । একইভাবে সি ক্যাটাগরির বাসিন্দাদের বেস ইউনটি এরিয়া ভ্যালু ৪২ টাকা ছিল । নতুন করে তা হয়েছে ৪৭ টাকা ।