প্রাচীন ইমারতের নগরী কলকাতা। প্রাচীন স্থাপত্যের মতো এখনও শহরের আনাচে-কানাচে দাঁড়িয়ে আছে অনেক বাড়ি। শহরে এরকম ২০০০ বাড়ি আছে। 'বিপজ্জনক' তকমা দেওয়া যথেষ্ট নয়। বর্ষার মরশুমে এই সব বাড়ির অবস্থা মারাত্মক। বুধবার উত্তর ও দক্ষিণের দুটি বাড়ির বারান্দা ভেঙে পড়ে। কীভাবে দুই ঘটনায় কপালে ভাঁজ বিল্ডিং বিভাগের আধিকারিকদের।
পুরসভার বিল্ডিং বিভাগের ডিজির মতে, এইসব বাড়িগুলি অনেকদিন আগে তৈরি। কোথাও বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যে দ্বন্দ্বের জন্য সারাইয়ের কাজ থমকে আছে। কিছু বাড়ি আবার রাস্তার উপরে আছে। অনেক বাড়ির মালিক থাকেন বিদেশে। রোজ তার পাশ দিয়ে যান পথচারীরা। গত একবছরে ৪০০ 'বিপজ্জনক' বাড়ি ভেঙে ফেলেছে কলকাতা পুরসভা।
শুধু ভেঙে পড়ার আশঙ্কা নয়, এই বাড়িগুলি জঙ্গল, ঝোপঝাড়ে পরিপূর্ণ। ডেঙ্গিরও আঁতুড়ঘর হয়ে উঠছে এই সব বাড়ি। সম্প্রতি পুরসভার স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, মালিককে নাম পাওয়া গেলেও স্থানীয় থানার সামনে তালা ভেঙে ঢুকতে হবে।