রাজ্যে ডেঙ্গি (Dengue in Bengal) আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে । পরিস্থিতি মোকাবিলায় তৎপর কলকাতা পুরসভা । জমা জল বাড়িতে রাখলেই জরিমানা হবে বলে আগেই জানিয়ে দিয়েছে পুরসভা । এবার তাদের নজরে রয়েছে কেন্দ্রীয় সরকারের অফিসগুলি । শহরের বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিস নাকি মশার আড়ৎ । ইতিমধ্যেই ন্যাশনাল লাইব্রেরিতে বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।
কলকাতা পুরসভার মুখ্য ভেক্টর কন্ট্রোল অফিসার দেবাশিস বিশ্বাস জানিয়েছেন, জাতীয় গ্রন্থাগারে যত্রতত্র আসবাব পড়ে থাকে । প্রায় ৭০ গাড়ি ময়লা জমে। অথচ পুরসভাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কলকাতা পুরসভা সূত্রে খবর, ন্যাশনাল লাইব্রেরি ছাড়াও পুরসভার আতশকাঁচের তলায় রয়েছে কোল ইন্ডিয়া। তিন নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্য কিশোর রাউতের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার একাধিক ভাঙা গাড়ি পড়ে রয়েছে ওই বরোয়। বৃষ্টিতে সেই ভাঙা গাড়িতে জল পড়ে জমে । জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে ৪৯৬ এ ধারায় নোটিস দেওয়া হবে কোল ইন্ডিয়াকে। না মানলে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে পুরসভা সূত্রে খবর ।
শুধু ন্যাশনাল লাইব্রেরি কিংবা কোল ইন্ডিয়া নয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসের পরিস্থিতি ভাল নয় । কোথাও জমা জল, কোথাও রয়েছে আবর্জনার স্তূপ । আর তাতেই বাড়বাড়ন্ত হচ্ছে এডিস ইজিপ্টাই মশার । সেক্ষেত্রে দিল্লির অনুমতির অপেক্ষা না করে তড়িঘড়ি কাজে নামার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।
মেয়র এদিন বলেন, "ডেঙ্গু মোকাবিলায় আমরা যথাসাধ্য চেষ্টা করছি । কিন্তু, আমরা হাজার চেষ্টা করেও ডেঙ্গিকে জয় করতে পারব না যদি না সাধারণ মানুষ এগিয়ে আসে। সেই জন্য আমাকে আমার জন্য নোংরা পরিষ্কার করতে হবে। কিছু সমস্যা আছে। যেমন রেল কোর্টের, পোর্টের এলাকা, সেনাদের এলাকা বন্ধ কারখানা, যেসব আমরা পরিষ্কার করতে পারছি না। অন্ধকার রয়েছে। আমরা হাজার চেষ্টা করলেও করতে পারছি না। সবাইকে এগিয়ে আসত হবে। রাজ্য , কেন্দ্রে সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।