অশনির(Cyclone Asani) পর ভারী বৃষ্টির পূর্বাভাস(Heavy Rainfall Alert)। শহর কলকাতায় জল জমার আশঙ্কায় কর্মীদের ছুটি বাতিল পুরসভার(KMC)। জরুরি ভিত্তিতে আগামী সপ্তাহে পুরসভার আধিকারিক থেকে নিচুতলার কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। বৃষ্টির জেরে শহর কলকাতার কোনও এলাকায় বেশিক্ষণ যাতে জল না জমে থাকে, তা নিশ্চিত করতে শনিবারই ডিজি (নিকাশি)-কে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।
ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় হবে বলেই কিছুটা চিন্তা মুক্ত কলকাতা পুরসভা(KMC)। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ-সহ কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার ফলে কলকাতায়(Rainfall in Kolkata) জল জমতে পারে, সে ক্ষেত্রে কলকাতা পুরসভা আগাম প্রস্তুতি নিয়ে রাখছে। বৃষ্টির পর যাতে শহরে জল বেশিক্ষণ না জমে, তার জন্য কলকাতা পুরসভা(KMC) প্রস্তুতি শুরু করে দিয়েছে।
এখনও পর্যন্ত এই অশনির(Cyclone Asani) বাংলায় আসার কোনও পূর্বাভাস নেই। তবে এর প্রভাবে ১০ থেকে ১৩ মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে(Rain Forecast in West Bengal) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি, ১১ থেকে ১৩ মে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলেও মৌসম ভবনের(Mausam Bhawan) তরফে জানানো হয়েছে। ফলে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা।