বাংলা মিডিয়ামের পড়ুয়াদের 'ইংরাজি ভীতি' কাটাতে উদ্যোগী কলকাতা পুরসভার। শহরজুড়ে ২২৪টি স্কুলে স্পোকেন ইংলিশ কোর্স চালুর উদ্যোগ নিয়েছে কেএমসি। মেয়র ফিরহাদ হাকিমের দাবি, ওই ২২৪টি স্কুলকে 'মডেল স্কুল' তৈরি করতে চান তাঁরা। তার প্রথম পদক্ষেপ হিসেবে ‘স্পোকেন ইংলিশ’ কোর্স চালু হবে ছাত্রছাত্রীদের।
পুরসভা সূত্রে খবর, শহরজুড়ে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারে না নিম্নবিত্ত ঘরের পড়ুয়ারা। ফলে তাদের সুবিধার্থেই এবার ‘টিচ ফর ইন্ডিয়া’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কলকাতা পুরসভা। এই 'স্পোকেন ইংলিশ কোর্স' প্রায় ১৪ হাজার ছাত্রছাত্রীর ভিত শক্ত করবে বলেই খবর।
আরও পড়ুন- Kerala Incident: ট্রেনে বচসা থেকে হাতাহাতি, সহযাত্রীর গায়ে আগুন লাগানোর অভিযোগ, মৃত ৩