ডেঙ্গি-ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধ করে মশার কামড় থেকে বাঁচতে বারবার স্নান করা জরুরি। এমনটাই জানা গিয়েছে গবেষণায়। কলকাতা পুরসভার তরফেও বাড়ি বাড়ি সচেতনতা মূলক প্রচারে গিয়ে এমনটাই বলা হচ্ছে। পতঙ্গবিদদের গবেষণায় জানা গিয়েছে, শরীরে জমে থাকা ঘামে থাকে অকটেনল, ফ্যাটি অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের মতো কিছু উপাদান। এই উপাদানগুলোকে একসঙ্গে কার্বন-ডাই -অক্সাইড ককটেলও বলা হয়। গবেষণা বলছে এর গন্ধ মশা পায় ২০ সেন্টিমিটার দূর থেকেও, যা মশাদের আকৃষ্ট করে।
Debchandrima-Rezwan: সম্পর্কে ভাঙন দেবচন্দ্রিমা-রিজওয়ানের? সমস্ত ছবি মুছলেন নায়িকা
আপনি যদি ভাবেন সুগন্ধি দিয়ে এই গন্ধ ঢাকবেন তাহলে কিন্তু আরও বিপদ। কেননা ঘামের সঙ্গে মিশে থাকা ইথাইল অ্যালকোহলের গন্ধ কিন্তু বেশি পছন্দ মশাদের। তাই ঘন ঘন স্নান করলে এই সমস্ত গন্ধই ধুয়ে মুছে যাবে, মশা আকৃষ্টও কম হবে।