দুর্গাপুজোর আগে রাজ্যে উদ্বেগের কারণ ডেঙ্গি। ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। একাধিক লোক হাসপাতালেও চিকিৎসাধীন। এবার ডেঙ্গি সচতনতায় এক অভিনব উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে এবারে দুর্গা পুজোর প্রতিটি মণ্ডপে লেখা থাকবে ডেঙ্গি এড়াতে 'মশারি টাঙান'। একই সঙ্গে বিভিন্ন মণ্ডপে থাকবে বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থাও।
মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, দুর্গা পুজোয় শহরের প্রতিটি মণ্ডপে সচেতনমূলক প্রচার চালাবেন পুজো উদ্যোক্তারা। সাধারণ মানুষকে সচেতন করতে টাঙাতে হবে হোর্ডিংও। ব্যবস্থা করতে হবে ডেঙ্গি পরীক্ষারও।
মেয়রের নির্দেশের পরই কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের একাধিক পুজোয় ব্যবস্থা করা করা হচ্ছে ডেঙ্গি টেস্টের। এছাড়াও ম্যাডক্স স্কোয়ার, যোধপুর পার্ক, পূর্বলোক সংহতি পার্কেও থাকবে ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা। ঠাকুর দেখতে এসে কেউ চাইলেই বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষা করাতে পারবেন।
গত দু'বছর ধরে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। এই বছর করোনার প্রকোপ কিছুটা কম থাকলেও পূজোর ঠিক আগেই রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছে পুরসভা। সেই কারণেই ডেঙ্গির সঙ্গে মোকাবিলা করতে এই নয়া উদ্যোগ।