কলকাতা পুরসভার পার্কিং ফি বৃদ্ধি বিতর্কে বদলি করা হল পার্কিং দফতরের ম্যানেজারকে। বর্দ্ধিত পার্কিং ফি প্রত্যাহারের পরই অর্ঘ্য শিকদারকে সোশ্যাল সেক্টর বিভাগে বদলি করা হয়। মঙ্গলবার পুরসভার পার্সোনেল বিভাগ বদলি সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পার্কিং দফতরের দায়িত্বে আনান হয়েছে অমিতাভ বড়ুয়াকে। একে রুটিন বদলি বলা হলেও পার্কিং ফি বিতর্ক ধামাচাপা দিতেই এই বদলি বলে মনে করছে প্রশাসনিক মহল।
জানা গিয়েছে, পার্কিং ফি বৃদ্ধির প্রস্তাবকালে যথাযথ ব্যাখ্যা দেননি ওই ম্যানেজার। তবে বিরোধীদের অভিযোগ, ওই ম্যানেজারকে আসলে বোরে বানানো হয়েছে। অন্য কারও ভুলের মাসুল দিলেন অর্ঘ্য শিকদার, এমনটাই মত পুরসভার আধিকারিকদের একাংশের।
আরও পড়ুন- Coal Scam: ইডির জেরার পরেই সিউড়ি থানা থেকে সরিয়ে দেওয়া হল আইসি মহম্মদ আলিকে
চলতি মাসের শুরুতেই পুরনিগমের তরফ পার্কিং ফি বাড়ানোর নোটিশ জারি করা হয়। পরবর্তীতে ৭ এপ্রিল দলীয় চাপে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহারের গুঞ্জন ওঠে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বর্দ্ধিত ফি প্রত্যাহারের কথা পুরসভার আগেই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়।