শহর একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। এবার কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। যে বা যারা অনৈতিকভাবে বিদ্যুৎ চুরি করছে, হুকিং করছে, বা পোলগুলিতে খোলা অবস্থায় বিদ্যুতের তার ঝুলিয়ে রাখছে তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারির ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ।
অবৈধ বিদ্যুতের কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ৩০৭ ধারায় হত্যার পরিকল্পনার অভিযোগ আনা যায় কিনা, খতিয়ে দেখার পরামর্শ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। শহর কলকাতায় বিদ্যুৎ চুরি রুখতে ৩৬৫ দিন ২৪ ঘন্টা মনিটরিং করার লক্ষ্যে জয়েন্ট মেকানিজম গ্রুপ করে তোলারও পরিকল্পনা নিলেন মেয়র।
কলকাতা পুলিশ, সিইএসসি, কলকাতা পুরসভার লাইটিং বিভাগ, এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদ এর আধিকারিকদের নিয়ে গঠিত এই জয়েন্ট মেকানিজম গ্রুপ বিভিন্ন এলাকার বিদ্যুৎ বাহিত পুলগুলি এবং এলাকার ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন লাইনগুলি ওপর নজরদারি চালাবে। কোনও রকম অনৈতিক ব্যাপার নজরে এলেই তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে।
সম্প্রতি ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার ঘটনার জেরে কলকাতা পুরসভার মেয়র ফিরা হাকিম একটি জয়েন্ট মেকানিজম গ্রুপ গঠনের লক্ষ্যে এদিন উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন।