এবার আরও বিপাকে পার্থ-ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ তুলল কেএমডিএ। কসবার রাজডাঙা মেইন রোডের উপর ‘ইচ্ছে’ বাড়িটি নিয়ে তদন্তের নির্দেশ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। এই জমিতে বাড়ি তৈরি করার পর পুরসভাকে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ। দোষ প্রমাণ হলে কড়া ব্যবস্থার ইঙ্গিত কেএমডিএর চেয়ারম্যান ফিরহাদের।
জানা গিয়েছে, বিতর্কের কেন্দ্রে কসবায় ৯৫ নম্বর রাজডাঙা মেন রোডের তিনটি প্লট। পুরসভার কর ও রাজস্ব খাতা অনুযায়ী তার নম্বর ১০, ১১ এবং ১২। ১১ নম্বরে প্লটে রয়েছে ‘ইচ্ছে’ বাড়িটি। ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার সেই বাড়িটিতেও অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ ছাড়া ১০ এবং ১২ প্লটে বাড়ি থাকলেও পুরসভার খাতায় ফাঁকা জমি হিসেবেই চিহ্নিত আছে।
আরও পড়ুন- Arpita Mukherjee: আছেন পিওন, দেখানো হল ডিরেক্টর, অর্পিতার ফ্ল্যাটের ঠিকানায় ভুয়ো সংস্থার হদিশ ইডির
অন্যদিকে, কসবার রাজডাঙা এলাকায় প্রোডাকশন হাউস চালাতেন অর্পিতা। ইডি সূত্রে জানানো হয়েছে, তা শ্যুটিংয়ের কাজে যেমন ভাড়া দেওয়া হত, তেমনই সেখানে প্রোডাকশন হাউজের কাজও চলত। একই জায়গায় জুনিয়র আর্টিস্টদেরও প্রশিক্ষণ দেওয়া হত বলে জানা গিয়েছে। ২০১৩-য় অর্পিতা এই প্রোডাকশন হাউজটি খোলেন। ইডির দাবি, সেই সময় জমি এবং বাড়ি ছিল পার্থের নামে। ২০১৪-য় পার্থের থেকে অর্পিতার নামে তা বদল করা হয়। অভিযোগ, যে বাড়ি নিয়ে এত হইচই, পুরসভার খাতায় নাকি সেই বাড়ির কোনও হদিশই নেই। এই ঘটনায় তাজ্জব ইডি আধিকারিকরা।