ভবিষ্যতে দক্ষিণ কলকাতার (South Kolkata) নজরুল মঞ্চে (Najrul Mancha) বন্ধ হতে পারে কলেজের (College) ফেস্ট। মঙ্গলবার গায়ক কেকে-এর (KK) মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রাজ্য। এমনকী, আপাতত সব কলেজে সোশ্যাল বন্ধ রাখার সিদ্ধান্তও নিতে চলছে প্রশাসন। মঙ্গলবারের পরিস্থিতি খতিয়ে দেখে ইতিমধ্য়েই এই ব্যাপারে কলকাতার মেয়র (Mayor) ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) এই প্রস্তাব দিয়েছেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)।
শীততাপ নিয়ন্ত্রণ এই প্রেক্ষাগৃহের মোট আসন ২,৭০০। অভিযোগ এই আসন সংখ্য়াকে ছাপিয়ে মঙ্গলবার কেকে-এর গান শুনতে নজরুল মঞ্চে ঢুকেছিলেন শ্রোতারা। সংখ্য়াটা প্রায় ৮ হাজার বলেই অভিযোগ করা হয়েছে। অভিযোগ, প্রেক্ষাগৃহের মধ্যে এয়ার কন্ডিশন চালু থাকলেও নাকি তা অনুভূত হয়নি। যার জেরে বিশৃঙ্খলা আরও বাড়ে বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনার পরেই বুধবার নজরুল মঞ্চে কলেজের সব অনুষ্ঠান বন্ধের সুপারিশ করেছে কেএমডিএ। এদিন সকালেই তারা মেয়র ফিরাদ হাকিমের কাছে তাদের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। কেএমডিএ-এর তরফে জানানো হয়েছে, যে ভাবে রোজ কলেজের অনুষ্ঠান ঘিরে ভিড় উপচে পড়ে, তা নিয়ন্ত্রণ করতে আপাতত এই অনুষ্ঠান বন্ধ করা প্রয়োজন।
যে কলেজের উদ্য়োগে মঙ্গলবার এই অনুষ্ঠান হয়েছিল, তারা যে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ সেই অভিযোগ করেছেন নজরুল মঞ্চের নিরাপত্তারক্ষীরাও। তাদের অভিযোগ, একসময়ে তিন নম্বর গেটের দিকে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা হয়।