বউবাজারে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত মদন দত্ত লেনের বাসিন্দাদের। আর্থিক সাহায্যের ঘোষণা মেট্রো রেল কর্তৃপক্ষের। KMRCL শুক্রবার একটি বিজ্ঞপ্তি ঘোষণা করে। সেখানে জানানো হয়েছে, ১০০ স্কয়্যার ফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আয়তন তার বেশি দোকান বা বাড়ির মালিকদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: শুক্রবার বিকেল থেকে পাওয়া যাবে টেটের ফর্ম, বিজ্ঞপ্তি দিয়ে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ
শুক্রবার সকালে দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে ফাটল চোখে পড়ে। ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যে ১০টি বাড়ি ছেড়ে নেমে আসেন বাসিন্দারা। ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আসেন বিরোধী দলের নেতারাও।
মেট্রোর ইঞ্জিনিয়ারদের প্রাথমিক অনুমান, গ্রাউটিংয়ের কাজ করার সময় ক্রস প্যাসেজের সময় জল ঢুকে বিপত্তি হয়। ভোর চারটের সময় জল ঢুকতে শুরু করে। আপ ও ডাউনের টানেলের সংযোহকারী ক্রস প্যাসেজ। বাসিন্দাদের ৫টি হোটেলে স্থানান্তরিত করা হয়।