অপেক্ষা শেষ। শনিবার কলকাতায় অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট। আগেই টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু গাড়ির পার্কিং কীভাবে হবে, তা নিয়ে সমস্যা ছিল। এবার আয়োজকদের পক্ষ থেকে সেই সমস্যার সমাধান করা হয়েছে।
জানা গিয়েছে, অরিজিৎ সিংয়ের কনসার্টে প্রায় ২৫০০-এর বেশি গাড়ি আসতে পারে। কিন্তু এত গাড়ি পার্কিং নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। অ্যাকোয়ার্টিকা ঢোকার রাস্তাও বেশ সংকীর্ণ। প্রায় দেড় কিলোমিটার দূরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে উদ্যোক্তারা। তবে সেখান থেকে হেঁটে আসতে হবে না। মজুত করা হয়েছে ৬০টি টোটো। টোটো করেই কনসার্টে আনা হবে সবাইকে।
আরও পড়ুন: বিরাট ব্যাটে কোটলায় পাল্টা লড়াই, উইকেট হারিয়ে চাপে ভারত
অরিজিৎ সিংয়ের কনসার্টে ভিড় হবে, একথা বলাই বাহুল্য। ভিড় নিয়ন্ত্রণ নিয়ে এখন ও চিন্তিত উদ্যোক্তারা। নিজের গাড়ি না নিয়েও যাবেন অনেক দর্শক। বাসেও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যেতে পারেন অনেক দর্শক। কিন্তু এত টোটো আগেই বুক করে রেখেছেন উদ্যোক্তারা। যার ফলে পর্যাপ্ত পরিমাণ টোটো পাওয়ার সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।