কলকাতা এবং বিধাননগরে কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা(Justice Rajasekhar Mantha)। তাঁর কথায়, এই বিষয়ে নিয়ে রাজ্যের নিজস্ব কোনও আইন নেই। ফলে হুক্কা বার কলকাতা এবং তৎসংলগ্ন এলাকায় হুক্কাবার(Hookkah Bar) বন্ধ করা যাবে না।
বিচারপতির কথায়, কলকাতা এবং বিধাননগরে হুক্কাবার(Hookkah Bar Closed) বন্ধের সিদ্ধান্ত আইন মেনে নেওয়া হয়নি। ফলে অবিলম্বে সেই নির্দেশ প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন রাজাশেখর মান্থা।
আরও পড়ুন- WBSSC Scam: তাঁদের ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে থাকতেন তাপস মণ্ডল, ইডিকে তদন্তের আর্জি কুন্তল ঘোষের স্ত্রীর
শুক্রবার কলকাতায় হুক্কাবার বন্ধের নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। তাঁর অভিযোগ, হুক্কাবারের আড়ালে নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগ উঠেছে। তরুণরা সেই মাদকে আসক্ত হয়ে পড়ছেন। ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, কোনও রেস্তোরাঁতেও হুক্কা ব্যবহার করা যাবে না। ব্য়বহার করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।