স্ত্রীয়ের উপর নৃশংস অত্যাচার। গৃহবধূর শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া এবং মারধরেরও অভিযোগ। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শ্লীলতাহানিরও অভিযোগ। অবশেষে গ্রেফতার কলকাতার অভিজাত এলাকার এক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে শেক্সপিয়র সরণি থেকে সুমিত আগরওয়াল নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারিণীর সঙ্গে ব্যবসায়ী সুমিতের বিয়ে হয় ২০০০ সালে। বিয়ের পর থেকে পণের জন্য অত্যাচার চলত বলে অভিযোগ।
ব্যবসায়ীর স্ত্রীয়ের অভিযোগ, তাঁর শ্বশুরবাড়ির এক সদস্য তাঁকে বাড়িতে একা পেয়ে শ্লীলতাহানি করে। সে কথা স্বামীকে জানিয়েও লাভ হয়নি
গৃহবধূর অভিযোগ, প্রতিবাদ করলে স্ত্রীর শরীরের বিভিন্ন অংশে সিগারেটের ছ্যাঁকা দিতেন স্বামী। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাঁকে ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়। তাঁকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।