আবেগের আরেক নাম বোধহয় কলকাতা। মুম্বই এর পালি হিলস থেকে ভৌগোলিক দূরত্ব যতই হোক, রণবীর আলিয়ার বিয়েতে আবেগে বসল কলকাতার বালিগঞ্জ চত্বর। বাস্তুতে বিয়ের আসর বসার আগেই কলকাতায় একেবারে বাঙালি রীতিতে বিয়ে দেওয়া বলিউডের দুই পাওয়ার কাপলের। তবে কিনা, বর কনে, দুই ই পুতুল। তবে বিয়ের আয়োজনে ঘাটতি রাখেনি বালিগঞ্জ ২১ পল্লি। ব্যবস্থাপনায় ছিল একটি লার্নিং app।
মুম্বইয়ের বিয়ের আসরের ছবি বলছে বিয়ের দিন রণবীর আলিয়া পড়েছিলেন সাদা -সোনালি শাড়ি আর শেরওয়ানি। কিন্তু বালিগঞ্জের বর তো বাঙালি, তাই তাঁর সাজে বাংলার ছোঁয়া, পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি, লাল ধুতি। আর আলিয়া লাল টুকটুকে বেনারসি। রীতিমতো পুরোহিত মশাই ডেকে বিয়ে দিলেন উদ্যোক্তারা। বিয়ের আসরে কাপুর পরিবারের প্রয়াতদের ছবিতে মালা দেওয়া। যজ্ঞের সব সরঞ্জামও ছিল। দেখে কে বলবে, এ মিছিমিছি বিয়ে? এখানেই শেষ নয়, বিয়ের নিমন্ত্রিতদের জন্য ছিল পেটপুজোর আয়োজন।
পালকির বদলে রণলিয়ার বাঙালি বিয়েতে ছিল হাতে টানা রিক্সা। বর কনের পাশে বিয়ের আসর আলো করে কারিশমা করিনারা। বাস্তুর বিয়েতে হাতে গোনা হলেও তারকা সমাগম হয়েছিল, বাংলা পেছনে পড়ে থাকবে নাকি? এই বিয়েতে দেখা গেল টলিপাড়ার বেশ কিছু চেনা মুখকে। বিয়ের আসরে ছিল ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কড়া বার্তাও। নিমন্ত্রিতদের সকলকে রিটার্ন গিফ্ট হিসেবে দেওয়া হয়েছে এক বোতল পেট্রোল।