মঙ্গলবার ভাষা দিবসের দিন শুরু হল কলকাতা-কোচবিহার রুটের বিমান পরিষেবা। এদিন দুপুরে কলকাতা থেকে ৯ আসন বিশিষ্ট ছোট বিমান উড়ে যায় কোচবিহার বিমানবন্দরে। এই বিমানের প্রথম যাত্রী রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
আপাতত ৯ আসনের এই ছোট বিমান চলাচল করবে ভুবনেশ্বর-জামশেদপুর-কলকাতা-কোচবিহার এই রুটে। ইন্ডিয়া ওয়ান এয়ার নামে একটি বিমান সংস্থা এই বিমান চালাবে। সপ্তাহে ৭ দিনই এই রুটে বিমানটি চলবে। প্রাথমিক ভাবে কলকাতা থেকে কোচবিহার বা কোচবিহার থেকে কলকাতা বিমানের ভাড়া ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা।
মাত্র ২ ঘন্টায় এই বিমানে কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে কোচবিহারে। কলকাতা থেকে সকাল ১০ টা ১০ মিনিটে বিমানটি সফর শুরু করে, দুপুর ১২ টা ১০ মিনিটে কোচবিহারে নামবে। পাশাপাশি, কোচবিহার থেকে ফের দুপুর সাড়ে ১২ টায় কলকাতার উদ্দেশ্যে সফর শুরু করে বিমানটি কলকাতায় পৌঁছবে দুপুর ২ টো ২৫ মিনিটে।