ক্রমশই চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা। ডেঙ্গি আক্রান্তের নিরিখে এগিয়ে কলকাতা পুরসভার এলাকাগুলি। কলকাতার পসিটিভিটি রেট ২৪.০৮%। দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি। এই জেলায় পজিটিভিটি রেট ২৪.০৫ শতাংশ। তৃতীয় স্থানে হুগলি ও চতুর্থ স্থানে পার্বত্য শহর কালিম্পং।
কলকাতা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, সহ একাধিক জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। ভয়ানক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। মাত্র এক সপ্তাহের মধ্যে সেখানে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে ৭ দিনে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন। জেলাগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। গত ৭ দিনে কলকাতায় নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬৮১ জন।
জেলাগুলির মধ্যে তৃতীয় স্থানে থাকলেও পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা পুরসভা। এক সপ্তাহের মধ্যে কলকাতা পৌরসভায় ৬৮১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে ১২ নম্বর বোরো। আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২৮ জন।
কলকাতা ছাড়াও ব্যারাকপুর ও হাওড়া পুরসভার ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যাও ক্রমশই বাড়াচ্ছে উদ্বেগ। ব্লক সরি সবথেকে উদ্বেগ জনক পরিস্থিতি রয়েছে মুর্শিদাবাদে। এর পরে রয়েছে উত্তর ২৪ পরগনার রাজারহাট এবং দার্জিলিং এর মাটিগাড়া ব্লক। পজিটিভিটি রেটে শীর্ষে রয়েছে কলকাতা। দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি। পার্বত্য অঞ্চলেও বেড়েছে ডেঙ্গির প্রকোপ।