রবিবার ফের আরজি কর হাসপাতাল পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ১০ দিনের ব্যবধানে ফের আরজি কর হাসপাতালে যান তিনি। নিরাপত্তা বৃদ্ধিতে কোথায় কেমন জোর দেওয়া হবে, সব পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। হাসপাতালের জরুরি বিভাগ ও প্রসূতি বিভাগেও ঢুকতে দেখা যায় পুলিশ কমিশনারকে। তাঁর সঙ্গে ছিলেন অন্য পুলিশ আধিকারিকরাও। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাঁদের সঙ্গেও কথা বলতে দেখা যায় পুলিশ কমিশনারকে।
গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে মেডিকেল কলেজগুলির নিরাপত্তা নিয়ে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ৭-১৪ দিনের মধ্যে মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা লাগানো হবে। কিন্তু জুনিয়র ডাক্তারদের অভিযোগ, জুনিয়র ডাক্তারদের অভিযোগ, সুপ্রিম কোর্টে দেওয়া কথা রাজ্য রাখেনি। অধিকাংশ মেডিকেল কলেজেই নতুন সিসি ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়নি। এই পরিস্থিতিতে দ্রুত কাজ শুরু করতে চাইছে প্রশাসন। রবিবার তার আগে আরজি করের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গেলেন কলকাতা পুলিশ কমিশনার। কোথায় কোথায় নিরাপত্তা বৃদ্ধিতে জোর দেওয়া প্রয়োজন, তা পরিদর্শন করেন তিনি।
গত ১৯ সেপ্টেম্বর সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়েই হাসপাতাল পরিদর্শন করেন মনোজ বর্মা।সুপ্রিম কোর্টের নির্দেশের পর সব বিষয় খতিয়ে দেখেন নতুন পুলিশ কমিশনার। এরপর আরজি করের অধ্যক্ষের সঙ্গে বৈঠকেও বসেন তিনি। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বিনীত গোয়েলের পরিবর্তে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নেন মনোজ বর্মা।