রাজ্যের শিক্ষা দুর্নীতিতে প্রথম থেকেই সরব বামেরা। মিছিল, মিটিংয়ের পাশাপাশি ডাক দেওয়া হয়েছিল নবান্ন অভিযানেরও। সেই বামের অন্দরেই এবার শিক্ষা দুর্নীতির অভিযোগ। সম্প্রতি এই অভিযোগে সিপিএম থেকে বহিষ্কার করা হয় কলকাতা জেলা কমিটির সদস্য গৌতম বন্দ্যোপাধ্যায়কে। টালিগঞ্জ অঞ্চলের এক ইঞ্জিনিয়ারিং কলেজের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন এই বামনেতা। অভিযোগ আর্থিক তছরুপের। বসেছিল তদন্ত কমিটিও। সদুত্তর দিতে না পারায় সিপিএম থেকে বহিষ্কার।
সিপিএম সূত্রে দাবি, বেশ কয়েক বছর ধরেই টলিগঞ্জ এরিয়া কমিটির সাধারণ সম্পাদক গৌতম বন্দ্যোপাধ্যায় এবং আর এক বাম নেতা পার্থ দাশের বিরুদ্ধে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছিল তদন্ত কমিটি। সম্প্রতি সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই বহিষ্কার করা হয় কলকাতা জেলা কমিটির এই সদস্যকে।