শুক্রবার রেডরোডে কলকাতা শহর ও শহরতলির সেরা ৯৬টি পুজো কার্নিভ্যালে অংশ নিয়েছে। নানা ঘরানার নাচ-গান, হস্তশিল্পের প্রদর্শন, সামাজিক বার্তা, সব মিলিয়ে কার্নিভালে ছিল উৎসবের মেজাজ। উলু, শঙ্খধ্বনি, ধুনুচি নাচে মাতে রেড রোড। আট থেকে আশি সবার মন কেড়ে নিয়েছে দুর্গাপুজোর কার্নিভ্যাল। সব কিছু দেখে মুগ্ধ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। মুগ্ধ ইউনেস্কোও। জানা গিয়েছে, কলকাতার পুজো কার্নিভালের রিপোর্ট যাবে জেনিভার দফতরেও।
মূল মঞ্চের মাঝখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁ-দিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পুলিশ কর্তারা। ডানদিকে ছিলেন প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণার মতো একঝাঁক টলি তারকারা।মূল মঞ্চটি জমিদারবাড়ির আদলে তৈরি করা হয়েছিল। উল্টোদিকে বিদেশি অতিথিরা ছিলেন। রামমোহন সম্মিলনীর সাগরকন্যা থিম দেখে মুগ্ধ হন মুখ্যমন্ত্রী। শিল্পীদের কাছে বৈঠা চেয়ে নিয়ে ভাটিয়ালি সুরের তাল মেলান তিনি।
কার্নিভ্যালে থাকলেও মুখ্যমন্ত্রী বারবার জ্যোতিপ্রিয় মল্লিকের খবর নেন মঞ্চ থেকে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন মুখ্যসচিব ও কলকাতার পুলিশের নগরপালকে। আলাদা করে কথা বলেন ফিরহাদ হাকিমের সঙ্গেও।