জিম করতে গিয়ে হঠাৎ অসুস্থ এক তরুণী। বুকে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তরুণীর (Woman Died in Gym) নাম ঋত্বিকা দাস। বাঁশদ্রোণীর নিরঞ্জন পল্লীর বাসিন্দা ওই তরুণী।
পরিবার সূত্রে খবর, নেতাজি নগর মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ঋত্বিকা। গত কয়েকমাস ধরেই জিমে ভর্তি হন তিনি। মঙ্গলবার জিম করতে যান ঋত্বিকা। বান্ধবী মেঘা হালদারকে তিনি জানান, বুকে ব্যথা করছে। জল খান তিনি। কিছুক্ষণ পর ওয়ার্ম আপ শুরু করেন। মেঘা জানান, "জিমে আসার পরই ঋত্বিকা বলছিল, অ্য়ারোবিকসের ক্লাস থাকলেই বুকে ব্যথা করে।" ক্লাস শুরু হওয়ার ২-৩ মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন ঋত্বিকা। বান্ধবী মেঘা জানিয়েছে, তাঁকে সিপিআর দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও জ্ঞান ফেরানো যায়নি। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: নতুন গ্রহ নয়, ওটা আসলে সসেজের ছবি! ক্ষমা চাইলেন ফরাসি বিজ্ঞানী
ঋত্বিকার মা জানিয়েছেন, মেয়ের থাইরয়েড ছাড়া আর বড় কোনও সমস্যা ছিল না। একাদশ শ্রেণিতে পড়ার সময় একবার মাথা ঘুরে পড়ে যান ঋত্বিকা। তখন চিকিৎসকরা জানান, গ্যাসের সমস্যা থেকেই এমন হয়েছে। তারপর আর কোনও সমস্যা হয়নি। দুপুরে বাড়িতে মায়ের সঙ্গেই খাওয়া-দাওয়া করেন ঋত্বিকা।
মঙ্গলবার এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জিম কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।